খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার লেকচার থিয়েটার আজ সকাল ১০টায় ভরে উঠেছিল শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে। ‘টুওয়ার্ডস সাস্টেইনেবিলিটি ফাউন্ডেশন’ এবং ‘টুওয়ার্ডস সাস্টেইনেবিলিটি খুলনা ইউনিভার্সিটি নেটওয়ার্ক’-এর উদ্যোগে আয়োজিত হয় সমতায় তারুণ্য: ইন্টারেক্টিভ সেশন–২, যেখানে উঠে আসে নারী-পুরুষ বৈষম্যের নানা দিক ও করণীয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কলেজপড়ুয়া তরুণদেরও সরব অংশগ্রহণে জমে ওঠে এই অনুষ্ঠান। সেশনে উঠে আসে নারীদের প্রতি সমাজে প্রচলিত বৈষম্যের চিত্র, দেওয়া হয় নানা প্রশ্নের উত্তর, আর শেখানো হয় ডিজিটাল নিরাপত্তার বাস্তবমুখী কৌশলও।
সেশনে ফাউন্ডার ও এক্সিকিউটিভ ডিরেক্টর নুসরাত জাহান জুই বলেন, “বর্তমানে নারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি হেনস্তার শিকার হচ্ছে। এই সমস্যা মোকাবেলায় প্রত্যেক নারীর উচিত সচেতন থাকা, অপরিচিতদের ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণ না করা এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা।”
সেশনের শেষাংশে জেন্ডার বৈষম্য দূরীকরণে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে একটি কুইজের আয়োজন করা হয়, যা ছিল তরুণদের মতামত প্রকাশের এক চমৎকার সুযোগ।


