এবার প্রখ্যাত প্রাণিবিজ্ঞানী, প্রাইমেটোলজিস্ট ও নৃতত্ত্ববিদ জেন গুডঅলকে ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ আর্টবুক উপহার দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জেন গুডঅলকে আর্টবুকটি উপহার দেন ড. মুহাম্মদ ইউনূস। জেন গুডঅল তাঁর পুনর্বাসন কর্মসূচিতে ক্ষুদ্রঋণ ব্যবস্থা চালু করেছেন।
‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ গ্রন্থটিতে গত জুলাই ও আগস্ট মাসব্যাপী বাংলাদেশে চলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় নানা গ্রাফিতি চিত্র সংকলিত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকেও এই আর্টবুকটি উপহার দিয়েছেন ড. ইউনূস। তার আগে বাংলাদেশে সফরে আসা জাতিসংঘের প্রতিনিধি দলকেও গ্রন্থটি দেওয়ার পাশাপাশি ঢাকার দেয়ালচিত্রগুলো পরিদর্শনের অনুরোধ জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ।
আরএস