ঢাকার ধানমন্ডি থেকে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. রবিউল হোসেন ভুঁইয়া বলেন:
“রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করেছে। তিনি পাঁচটি মামলার আসামি। তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।”
আনোয়ার হোসেন মঞ্জু বরিশালের পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী ছিলেন। পিরোজপুর-২ আসন থেকে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪ সালে মঞ্জু জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন।
আরএস