পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়:
“গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সঙ্গে মাসুদ বিন মোমেনের সম্পাদিত নিয়োগ সংক্রান্ত চুক্তির সপ্তম অনুচ্ছেদ মোতাবেক তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”
২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন মাসুদ। ২০২২ সালের ৬ ডিসেম্বর দুই বছর মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তাঁকে। এই মেয়াদ চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল।
মাসুদ বিন মোমেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি থেকে স্নাতক ও স্নাতকোত্তরের পর মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়ন করেন। পরে ১৯৮৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডার হন তিনি। এ কর্মকর্তা জাপান, ইতালি, পাকিস্তান ও ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন।
আরএস