ঘোষণার পর থেকেই দক্ষিণ ভারতের অভিনেতা সুরিয়ার পরবর্তী সিনেমা ‘কাঙ্গুভা’ নিয়ে উন্মাদনা চলছে। ইতোমধ্যে সিনেমার বেশ কিছু ঝলক দর্শকদের মনোযোগ কেড়েছে। সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিল সদ্য প্রকাশিত ট্রেলার।
ট্রেলারটি প্রকাশের পর ভারতীয় সিনেমা অঙ্গনে সাড়া পড়ে গেছে। প্রায় আড়াই মিনিটের এই ট্রেলার সিনেমার দুর্ধর্ষ অ্যাকশনের আভাস দিয়েছে। সুরিয়া ও ববি দেওলের শক্তিশালী দ্বৈরথ, অ্যাকশন দৃশ্য এবং ভিএফএক্সের কাজ সবকিছুই দর্শকদের মুগ্ধ করেছে।
জানা গেছে, সিনেমাটিতে সুরিয়া তিনটি ভিন্ন অবতারে দেখা দেবেন। আর খলনায়ক উধীরণের চরিত্রে অভিনয় করছেন ববি দেওল, যিনি এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো দক্ষিণী সিনেমায় অভিনয় করছেন। এছাড়া দিশা পাটানিকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
উল্লেখ্য, ইতিহাসনির্ভর এই সিনেমাটি আগামী ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং এটি তামিল, তেলেগু, কন্নড়, মালায়লাম ও হিন্দি ভাষায় প্রদর্শিত হবে।
এমএ//