বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা অবহিতকরণ এবং মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ঝিনাইগাতী উপজেলায় এক আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টায় আহম্মদনগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় এবং আহব্বায়ক আলহাজ্ব মো: শাহজাহান আকন্দের সভাপতিত্বে এই আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপি যুগ্ম আহব্বায়ক মোঃ লুৎফর রহমান, যুগ্ম আহব্বায়ক মোঃ আব্দুর রশিদ, যুগ্ম আহব্বায়ক মো: আতাউর রহমানসহ অন্যান্য আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাহমুদুল হক রুবেল বলেন, আজ আমরা এক গুরুত্বপূর্ণ মুহূর্তে একত্রিত হয়েছি — যে মুহূর্ত আমাদের জাতীয় জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজকের এই আলোচনা সভা ও কর্মী সমাবেশের মূল লক্ষ্য হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে অবহিত করা এবং এর মাধ্যমে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ করা।
মোঃ মাহমুদুল হক বলেন, এই ৩১ দফা কেবল রাজনৈতিক কোনো ইশতেহার নয় — এটি একটি জাতির ভবিষ্যতের রূপরেখা। এটি একটি স্বপ্ন, যেখানে কোনো মানুষ অন্যায়ভাবে নিপীড়িত হবে না, যেখানে রাষ্ট্র হবে মানুষের, জনগণের, গণতন্ত্রের। জনাব তারেক রহমান দূরদর্শিতা ও দেশপ্রেম দিয়ে যে কর্মসূচি প্রণয়ন করেছেন, তা বাস্তবায়ন হলে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি মানবিক রাষ্ট্রে রূপান্তরিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, আমি বিশেষভাবে এই অঞ্চলের তরুণ সমাজ, শিক্ষিত জনগণ, কৃষক, শ্রমিক এবং নারীদের প্রতি আহ্বান জানাতে চাই— আসুন, আমরা সবাই মিলে এই মানবিক রাষ্ট্র গঠনের আন্দোলনে শরিক হই। আমরা যে পরিবর্তন চাই, তা আমাদেরই আনতে হবে। আর সেই পরিবর্তনের দিকনির্দেশনা আজ আমাদের হাতে রয়েছে — ৩১ দফা কর্মসূচি।
উক্ত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।