যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার থ্রি’ ছবির অগ্রিম বুকিং ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে। অগ্রিম বুকিংয়ের দাপট দেখে সবাই ধরেই নিয়েছেন, ভাইজানের এই ছবি বক্স অফিসে নতুন ইতিহাস রচনা করবে। এই অ্যাকশন–থ্রিলারধর্মী ছবিটির ইতিমধ্যে ২ লাখ ২৭ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। অগ্রিম বুকিংয়ে ‘টাইগার থ্রি’ এখন পর্যন্ত ৬ দশমিক ৪৮ কোটি আয় করে ফেলেছে।
‘টাইগার থ্রি’ ছবিতে সালমান ছাড়া আছেন ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি, রেবতী, আশুতোষ রানাসহ আরও অনেকে। সিনেমাটিতে অভিনয়ের জন্য কার পকেটে কত পারিশ্রমিক ঢুকল- জেনে নেওয়া যাক।
‘টাইগার থ্রি’ ছবিতে সালমান অভিনয় করেছেন অবিনাশ সিং রাঠোর চরিত্রে। এ সিনেমায় অভিনয়ের জন্য ১০০ কোটি রুপি নিয়েছেন ভাইজান। অন্যদিকে সালমানের বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ। তিনি অভিনয় করেছেন জোয়া হুমাইমি সিং রাঠোরের চরিত্রে। এ জন্য তাকে দিতে হয়েছে ১০ কোটি রুপি।
‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় এই সিনেমাতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে বলিউড তারকা ইমরান হাশমিকে। তাঁর অভিনীত চরিত্রের নাম আতীশ রেহমান। এই ছবিতে খলনায়ক হয়ে উঠতে তিনি নিয়েছেন সাত-আট কোটি।
সিনেমাটিতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন রেবতী ও রণবীর শৌরী। তারা পারিশ্রমিক নিয়েছেন যথাক্রমে ৩৫ ও ৬০ লাখ রুপি। এতে আরও অভিনয় করেছেন ঋদ্ধি ডোগরা ও বিশাল জেঠওয়া। ঋদ্ধি নিয়েছেন ৩০ লাখ এবং বিশালকে দিতে হয়েছে ২০ লাখ রুপি।
‘টাইগার থ্রি’ ছবিতে গোপী আর্যর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা রণবীর শৌরী। চরিত্রটির জন্য ৫০ লাখ রুপি নিয়েছেন। আগামী ১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘টাইগার থ্রি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাটি। এটি প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে এই সিনেমা নির্মাণ করেছেন মনীশ শর্মা।