বান্ধবির মুখে তার এমন শখের কথা শুনে ছেলে বন্ধু সিদ্ধান্ত নেন যেভাবেই হোক বান্ধবিকে কক্সবাজার ঘুরাতে নিয়ে যেতে হবে। কিন্তু টাকা কোথায়! পরিকল্পনা করলেন নিজ বাসা থেকে টাকা চুরি করার। পরিবারের কাউকে না জানিয়ে প্রায় ২৮ হাজার টাকা চুরি করে পঞ্চম শ্রেণি পড়ুয়া ২ বান্ধবী মিম খাতুন এবং তানিয়া খাতুন কে নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হন পঞ্চম শ্রেণি পড়ুয়া বন্ধু ফরহাদ হোসেন।
ঘটনাটি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের। তারা ওই ইউনিয়নের বেলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। হঠাত তাদের নিখোজ হওয়ায় পরিবারের লোকেরা ভূরুঙ্গামারী থানায় তিনটি আলাদা সাধারণ ডায়েরি (জিডি) করেন।। নিখোঁজ হওয়ার তথ্য পেয়ে প্রযুক্তির সহায়তায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজার শহরের ডলফিন মোড় এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসে উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপস্থিতে নারী ও শিশু অফিসারের সহায়তায় নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।’