আগামীকাল পহেলা মে বৃহস্পতিবার হওয়ায় একসঙ্গে তিন দিনের ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবী’রা। আরএ তিন দিনের ছুটির মধ্যে রাজধানী ঢাকায় পৃথকভাবে জনসমাবেশের ঘোষণা দিয়েছে রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন।
ছুটির প্রথম দিন আগামীকাল বৃহস্পতিবার ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। এর পরের দিন শুক্রবার (২ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আগামী শনিবার (৩ মে) হেফাজতে ইসলাম বাংলাদেশ নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ কয়েকটি দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে।
দলীয় সূত্রের মাধ্যমে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির সমাবেশটি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় নেতারা।