মাঠের ক্রিকেটে বাজে সময় পার করছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর এইবার পাকিস্তানের বিপক্ষেও সিরিজ হাতছাড়া টাইগারদের। টানা দুই সিরিজ হারের ক্ষত না শুকাতেই আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি গতকাল (৩০ মে) রাতে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ করেছে। যেখানে এক ধাপ অবনতির পর ১০–এ নেমে গেছে বাংলাদেশ। সম্প্রতি টি-টোয়েন্টি না খেললেও এক ধাপ উন্নতি হয়েছে আফগানিস্তানের। রশিদ খানের দলটির বর্তমান অবস্থান নবম।
এর আগে চলতি মে মাসের শুরুতে প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়েও একই অবনতি দেখেছিল বাংলাদেশ ক্রিকেট। গত বছরের শুরু থেকে খেলা ১১ ম্যাচের মাত্র তিনটিতে জিতেছে তারা। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিপাক্ষিক সিরিজ হারের পর সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিততে পারেনি কোনো ম্যাচ। সে কারণে বাংলাদেশ ৪ পয়েন্ট হারায়। ফলে বাংলাদেশকে দশে নামিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের নয় নম্বর জায়গা দখল করে ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে, টানা হারের কারণে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেটিং পয়েন্টও কমে গেছে। ২২৫ থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২২০। তাতে আগের মতোই ২২৩ পয়েন্ট নিয়েই বাংলাদেশকে টপকে গেছে আফগানিস্তান। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড। আরব আমিরাত ও পাকিস্তানের সঙ্গে টানা হারের পর টাইগাররা ৫ পয়েন্ট হারিয়েছে।