থাইল্যান্ডের পাতায়ায় প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় ‘রিপলি’স বিলিভ ইট অর নট’ প্রতিযোগিতা। এ আয়োজনে অংশ নেয় মোট ৯ দম্পতি। দীর্ঘতম চুম্বনের আগের রেকর্ডটি ছিল ৫০ ঘণ্টা ২৫ মিনিট। সেটিও এই দম্পতির।
বিশ্বের সবচেয়ে দীর্ঘতম চুমুর তালিকায় ২০১১ সালে তাদের নাম ওঠে। সে সময় টানা ৪৬ ঘণ্টা ২৪ মিনিট ধরে তারা চুম্বনরত ছিলেন। বিজয়ী হিসেবে এই জুটি এক লাখ বাথ নগদ ও ২টি হীরার আংটি পুরষ্কার পান। এরপর ৫০ ঘণ্টা ২৫ মিনিটের রেকর্ডটি করেন ২০১৩ সালে। বিগত ১০ বছরেও তাদের রেকর্ড ভাঙতে পারেনি অন্য কেউ। নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে নতুন রেকর্ড গড়েন এই দম্পতি।
তিযোগিতা চলাকালীন দম্পতিদের শৌচাগার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। তবে সেসময়ও তাদের চুম্বনরত থাকতে হবে। এমনকি সেসময় তাদের সঙ্গে একজন বিচারকও থাকবেন। প্রতিযোগীদের পুরোটা সময় জেগে থাকতে হবে।
তবে বিশ্রামের অনুমতি আছে এই প্রতিযোগিতায়। কিন্তু রেকর্ড করার জন্য প্রতিযোগীরা বিশ্রাম নেন না। যে কারণে প্রতিযোগিতার পর তারা ক্লান্ত হয়ে পড়েন।