টিকটকের ভিডিও নিয়ে ঝগড়ার জেরে ,নিজের বোনকে গুলি করে হত্যা করলো আরেক বোন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাবের গুজরাট জেলায়।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের জন্য ভিডিও বানানোর সময় সাবা আফজাল ও মারিয়া আফজালের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ১৪ বছর বয়সী সাবা আফজাল তাঁর বোনকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ওই কিশোরীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে ফিতনার (বিশৃঙ্খলা বা প্রলোভন) ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি করছে টিকটক। তাই ইসলামি শরিয়া মোতাবেক, টিকটকের ব্যবহারকে ‘অবৈধ’ ও ‘হারাম’ বলা হয়েছে। এ সিদ্ধান্তের পেছনে দশটি কারণ উল্লেখ করে ফতোয়াটি দিয়েছে পাকিস্তানের একটি শিক্ষাপ্রতিষ্ঠান। তার মধ্যে রয়েছে—এই অ্যাপে ছবি এবং ভিডিও প্রদর্শন করা হয় যা ইসলামি শরিয়া অনুসারে নিষিদ্ধ।