অরল্যান্ডো ব্লুম ২৩ কেজি ওজন কমিয়েছেন টুনা মাছ ও শসা খেয়ে। তিনি বলেন, “আমি এতটা ওজন কমিয়েছিলাম যে মানসিকভাবে সেটা মেনে নিতে পারছিলাম না। আপনি যদি কাউকে শুধু টুনা মাছ আর শসা খাইয়ে রাখেন, তার মানসিক অবস্থা কেমন হয় তা বুঝতে পারবেন। শুটিংয়ের আগের তিন মাস আমি শুধু খাবার নিয়েই চিন্তা করেছি। এই সময়ে আমি ৫২ পাউন্ড (সাড়ে ২৩ কেজি) ওজন কমিয়েছি।”
ব্লুম তার নতুন সিনেমা ‘দ্য কাট’-এর জন্য এই কঠিন প্রস্তুতি নিয়েছিলেন। সিনেমাটি ৫ সেপ্টেম্বর টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় এবং এরপর থেকে সমালোচকদের প্রশংসা পাচ্ছেন তিনি। শন ইলিস পরিচালিত এই সাইকোলজিক্যাল থ্রিলারে তিনি একজন বক্সারের চরিত্রে অভিনয় করেছেন।
ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে ব্লুম জানান, এই ওজন কমানোর প্রক্রিয়া শারীরিক এবং মানসিকভাবে তার জন্য খুবই কঠিন ছিল। “শুটিংয়ের শেষ তিন সপ্তাহ আমি কেবল টুনা আর শসা খেয়ে ছিলাম। কোনো কোনো দিন প্রচণ্ড ক্ষুধার্ত থাকতাম, কিন্তু কিছু করার ছিল না,” বলেন তিনি।
অরল্যান্ডো ব্লুম ‘দ্য লর্ড অব দ্য রিংস’ এবং ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে পরিচিতি পান। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি বাণিজ্যিক সিনেমার চেয়ে নিরীক্ষাধর্মী কাজের দিকে ঝুঁকেছেন। ‘দ্য আউটপোস্ট’ ও অ্যামাজনের ‘কার্নিভ্যাল রো’ সিরিজ তাকে নতুনভাবে দর্শকের কাছে পরিচিত করেছে।
টরন্টো উৎসবে ব্লুম তার সঙ্গী গায়িকা কেটি পেরির সঙ্গে উপস্থিত ছিলেন। প্রিমিয়ারের পর কেটি পেরি ব্লুমের কাজের প্রশংসা করেন। তবে ব্লুম জানান, প্রথমে পেরি ভেবেছিলেন তিনি এত কঠিন ডায়েট ধরে রাখতে পারবেন না। কিন্তু ব্লুমের দৃঢ় সংকল্প দেখে পেরি নিজেও তার খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছেন।