ডিপফেক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় এক আতঙ্কের নাম। আজকের এআই বিশ্বে সেলিব্রিটিরা শিকার হচ্ছেন ডিপফেক ভিডিওর কিংবা ছবির।
রশ্মিকা মান্দানা, কাজল, আলিয়া ভাট এবং অন্যান্য অভিনেত্রীরা গত বছর থেকে ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন।এবার এই রকম ছবির শিকার হলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী টেইলর সুইফট।
টেলরের ডিপফেক ভিডিও “এক্স” (টুইটার) এ ছড়িয়ে পড়েছে এবং এখন পর্যন্ত ৪৫ মিলিয়নেরও বেশি দর্শক দেখেছেন। শুধু তাই-ই নয়, টেলরের আপত্তিকর ভিডিওটি প্রায় ২৪ হাজার বার রিটুইট করা হয়েছে।
এ বিষয়ে টেইলর সুইফট বলেন: ‘আমি খুবই বিব্রত ও বিরক্ত এসব নিয়ে। এগুলো যারা করে তারা নরকে যাক।’
অবশ্য এসব কারণে ভক্তরা টেলরের পাশেই রয়েছেন। তবে, সেই অভিযুক্ত ব্যক্তিও চুপ করে বসে নেই। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, “সুইফট ভক্তরা যতই ক্ষমতাশালী হোন না কেন, আমার নাগাল পাবেন না।”