সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন বিরাট কোহলি। কোহলির বিদায়ের বিষয়টি জানিয়েছে খোদ ভারতীয় ক্রিকেট
বোর্ড বিসিসিআই। কিন্তু বোর্ড থেকে বিরাটের এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানানো হয়।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বিসিসিআইয়ের সূত্র বলেছে, ‘তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং বোর্ডকে বলেছেন, টেস্ট থেকে সরে দাঁড়াবেন। বিসিসিআই তাঁকে সিদ্ধান্তটি পুর্নবিবেচনার অনুরোধ করেছে। কারণ, সামনে ইংল্যান্ড সফর। এখনো তিনি তাঁর ফিরতি মত জানাননি।’
গত বুধবার টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা। তারপর কোহলির টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার খবর জানা গেল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত। লিডসে প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন। ইংল্যান্ড সফরের দল নির্বাচন করতে বিসিসিআইয়ের নির্বাচকেরা কিছুদিনের মধ্যেই আলোচনায় বসবেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত নভেম্বর–জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বোর্ডার–গাভাস্কার ট্রফি থেকেই টেস্টে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন কোহলি। সেই সিরিজে পাঁচ টেস্টে ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেন কোহলি। সেঞ্চুরি ছিল একটি। ব্যাটে রান–খরার কারণে বোর্ডার–গাভাস্কার ট্রফিতেই সমালোচনা হয়েছিল কোহলিকে নিয়ে। কেউ কেউ টেস্টে তাঁর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছিলেন।