আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার তথা আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন মাহিয়া মাহি। কিন্তু দল তাকে মনোনয়ন না দেওয়ায় রাজশাহী-১ থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি।
আজ সকালে রাজশাহীতে সকল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ৬টি আসনে ৩৮ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ প্রার্থীরা পেয়েছেন নৌকা প্রতীক। আর মাহিয়া মাহি পেয়েছেন ‘ট্রাক’ প্রতীক।
প্রতীক পাবার পর মাহিয়া মাহি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের জন্য ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছি। আমার মার্কা ট্রাক। ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরব। বিরোধীরা যারা আছেন তারা আমাকে পঁচানোর চেষ্টা করবে, ট্রাক খাদে পড়ে গেছে বলে। চাকা পানচার হয়ে যাবে…। এরকম যখন আমাকে পচানোর চেষ্টা করা হবে, উল্টো আমার প্রচারণা করবে। মানুষের মাথায় ঢুকিয়ে দেবে ট্রাক আমার প্রতীক।’