রাজধানীতে কর্মরত ট্রাফিক পুলিশের সদস্যদের জন্য দুই মেয়রের কাছে বিশ্রামের জায়গা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
মেয়রের কাছে দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ❝আমাদের ট্রাফিক সার্জেন্টরা ভয়ানক অসুবিধায় থাকেন। তাদের জন্য যদি মাঝে মাঝে বিশ্রামের একটু জায়গা করে দেন।
গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির আওতায় প্রত্যেকটি পুলিশ বক্সে টয়লেট, পানি ও বসার ব্যবস্থা করা হবে। পুলিশ বক্স করার জন্য বাজেট করা হয়েছে ১০ কোটি টাকা।