আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো রাজ্যে অযোগ্য ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সাংবিধানিক বিদ্রোহের ধারা উদ্ধৃত করে তার বিরুদ্ধে এ রায় দিয়েছে কলোরাডোর সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কলোরাডো সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে এই নির্দেশ দেন। ফলে আগামী বছর দেশটিতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে এ রাজ্য থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না রিপাবলিকান দলের এই প্রার্থী।
প্রেসিডেন্ট নির্বাচন থেকে ট্রাম্পকে দূরে রাখতে আগে বিভিন্ন অঙ্গরাজ্যে বেশ কয়টি আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু সবই ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে ধারাটি ব্যবহার করা হলো। আগামী মাসে আপিল না হওয়া পর্যন্ত কলোরাডো সুপ্রিম কোর্টের গতকালের আদেশটি কার্যকর হচ্ছে না। এ ছাড়া আদেশটি এ অঙ্গরাজ্যের বাইরে প্রযোজ্য হবে না।
কলোরাডোর আদালত জানিয়েছেন, আগামী বছরের ৪ জানুয়ারি থেকে এই রায় কার্যকর হবে। ট্রাম্পকে ওই সময়টুকু দেয়া হয়েছে মূলত রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেয়ার জন্য।
এদিকে এক বিবৃতিতে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার মুখপাত্র স্টিভেন শেউং এই রায়কে ‘সম্পূর্ণ ত্রুটিপূর্ণ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘ট্রাম্পের প্রভাবশালী নেতৃত্বকে ভোটারেরা অব্যাহতভাবে সমর্থন জানানোয় ডেমোক্র্যাটিক পার্টির নেতারা বিভ্রান্তিতেত পড়ে গেছেন। এই রায়ের বিরুদ্ধে দ্রুত আপিল করা হবে বলেও জানান তিনি।