আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়নি। বিষয়টি নিয়ে ভারতজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
এ ছাড়া, শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রিতদের তালিকায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই শীর্ষে রয়েছেন। মিলেই ইতোমধ্যে তার উপস্থিতি নিশ্চিত করেছেন। রাশিয়ার ঘনিষ্ঠ হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবান আমন্ত্রিত হলেও ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন। তবে প্রধানমন্ত্রী মোদির বাদ পড়া নিয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল কোনো মন্তব্য করতে রাজি হননি।
অন্যদের বাদ পড়ার খবর
অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন, ফ্রান্সের ডানপন্থী নেত্রী মেরিন লা পেন এবং তার সহযোগী জর্দান বারদেলা আমন্ত্রণ পাননি। তবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে জোভিতা নেলিউপসিয়েন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ট্রাম্পের শপথ গ্রহণের আমন্ত্রিত অতিথিদের তালিকা এবং বাদ পড়া নেতাদের নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে, যা বৈশ্বিক কূটনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আরইউএস