শ্রুতি হাসান, দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী, তার অভিনয় দক্ষতা ও গ্ল্যামার দিয়ে বহু সিনেমায় দর্শকদের মুগ্ধ করেছেন। ২০২৩ সালের ২২ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত তার অভিনীত সিনেমা ‘সালার পার্ট ১: সিজফায়ার’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। এবার তিনি ফিরছেন আরও একটি নতুন সিনেমা নিয়ে, যার নাম ‘ডাকাত: এ লাভ স্টোরি’।
সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে বড় পর্দায় দেখা গিয়েছিল শ্রুতিকে। এরপর প্রায় এক বছর ধরে তার কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে এবার বড় পর্দায় ফিরছেন তিনি, এবং ‘ডাকাত: এ লাভ স্টোরি’ নামের এই সিনেমার টিজার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। টিজারে দেখা যায়, হাতে রাইফেল নিয়ে প্রেমিকের দিকে তাক করে আছেন শ্রুতি। চারপাশে ধ্বংসস্তূপ, জ্বলছে আগুন, আর পড়ে আছে অসংখ্য পুলিশের মরদেহ। ১ মিনিট ২৮ সেকেন্ডের এই টিজারে শ্রুতি ইঙ্গিত দিয়েছেন যে তিনি আরও একটি মাস্টারপিস সিনেমা নিয়ে আসতে চলেছেন।
এই সিনেমায় শ্রুতির প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন আদিভি সেশ। সিনেমাটি পরিচালনা করেছেন শানিল দেও, এবং এর গল্প লিখেছেন তিনি নিজে সহ আরও দুজন। ‘ডাকাত: এ লাভ স্টোরি’ সিনেমাটি এ বছরের ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে। এছাড়াও শ্রুতির হাতে রয়েছে ‘সালার পার্ট টু’-এর কাজ, যা ২০২৫ সালে মুক্তি পাবে। প্রথম সিনেমার মতোই সিক্যুয়েলটির পরিচালনায় আছেন প্রশান্ত নীল।
এমএ//