স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নতুন সচিব নিয়োগ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ডা. মো. সারোয়ার বারী।পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে নতুন পরিচালকও নিয়োগ দেওয়া হয়েছে।
আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) পৃথক দুইটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেয়া প্রজ্ঞাপনে অনুযায়ী, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ডা. মো. সারোয়ার বারীকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
পাশাপাশি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ডা. এ টি এম ফরিদ উদ্দিনকে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
বিএন/আরএ//