বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা শাখার (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হয়েছেন মেজর জেনারেল মো. ফয়জুর রহমান। সোমবার (১২ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, “বাংলাদেশ সেনাবাহিনীর ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর মহাপরিচালক পদে মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে পদায়ন করা হলো।”
এ ছাড়া, মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে কমান্ড্যান্ট এমআইএসটি এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপি’র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার কথাও একই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
রুশু//