ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধানের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।
রবিবার (০১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এই নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়।
দপ্তর আদেশটিতে বলা হয়:
“ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিটেক্টিভ ব্র্যাঞ্চের (ডিবি) প্রধান হিসেবে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে পদায়ন করা হলো। এ আদেশ সোমবার (০২ সেপ্টেম্বর হতে কার্যকর হবে।”
উল্লেখ্য, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৭তম আবর্তনের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার পূর্বে রেজাউল বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)সহ বেশ কয়েকটি শীর্ষ পদে কাজ করেছেন।
আরএস