মিডিয়া জগতে পরিচিত এবং জনপ্রিয় একটি মুখ হলো মারজুক রাসেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের কাছেই গুরু বলে পরিচিতি পেয়েছেন তিনি। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তার ফেসবুক পেজ থেকে বেশকিছু পোস্ট দেখা যায়। সেগুলোর বেশিরভাগই সরকার বিরোধী এবং উস্কানিমূলক।
আজ দুপুরে ডিবির কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন ছিল। সেখানে মারজুক রাসেলকে দেখা যায়। তিনি নিজের সেসব পোস্ট সম্পর্কে বলতে আসেন।
মারজুক বলেন, “আমি নিজে এ ধরণের কোনো পোস্ট করিনি। আমার একটি ফেসবুক একাউন্ট রয়েছে যেটি এখনো ভেরিফাইড হয়নি। কিন্তু যে একাউন্ট থেকে এসব পোস্ট করা হয়েছে সেটি ভেরিফাইড এবং সেটি আমার না।”
মারজুক রাসেল আরোও বলেন, “আমার নামে অনেকে ফেইক একাউন্ট এবং ফেসবুক ফ্যান পেজ রয়েছে। যেখান থেকে এ ধরণের পোস্ট করা হয়েছে জানিয়ে বলেন, আমার ভক্ত এবং ফলোয়ার যারা আছেন তারা জানেন, আমি আমার লেখা, কবিতা এবং খাওয় দাওয়া নিয়েই সবসময় পোস্ট এবং ভিডিও আপলোড করি।”