গোয়েন্দা পুলিশের আলোচিত সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের গাড়ি রাখা আছে, এমন তথ্যে ঢাকার খিলক্ষেতে ‘লেকসিটি কনকর্ড’ আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার অভিযান শেষে লেকসিটি কনকর্ডের ‘বর্ণালী’ ভবনের নিচের গ্যারেজ থেকে সেখানকার এক ব্যক্তিকে এবং একটি সাদা মাইক্রোবাস নিয়ে চলে যান সেনা সদস্যরা।তবে ওই গাড়ির মালিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। বর্ণালী ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা মো. মোশারফ হোসেন বলেন, “কেউ খবর দিছে এখানে ডিবি হারুনের গাড়ি রাখা আছে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে একটি সাদা মাইক্রোবাস পান। পরে তাদের লোকজনই গাড়িটি চালিয়ে নিয়ে চলে যান।” অভিযানে সেনা সদস্যরা ভবনের নিচে গাড়ির গ্যারেজেই ছিলেন। ওপরের কোনে বাসায় তল্লাশিতে উঠেননি বলে জানান মোশারফ।
গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরপরই দাপুটে পুলিশ কর্মকর্তা হারুনের আটক হওয়ার খবর চাউর হয়েছিল। কিন্তু পরদিন তার সঙ্গে যোগাযোগ করলে তিনি তার আটক হওয়ার খবরটি নাকচ করে দেন। রাষ্ট্র ক্ষমতার পালাবদলে পুলিশের প্রভাবশালী কর্মকর্তাদের সঙ্গে একাধিক মামলার আসামি হয়েছেন হারুন। তবে এখন তিনি কোথায় আছেন, সে বিষয়ে কোনো তথ্য মেলেনি। এরমধ্যে বৃহস্পতিবার খিলক্ষেত লেকসিটি কনকর্ডের ‘বর্ণালী’ ভবনের নিচে হারুনের গাড়ি রাখা আছে বলে খবর পৌঁছায় সেনাবাহিনীর কাছে।