চিত্রনায়িকা পরীমণি চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের এক বছরের পূর্তিতে ‘ডিভোর্স অ্যানিভার্সারি’ উদযাপন করেছেন। এ উপলক্ষে তিনি ‘শুকরিয়া’ জানিয়েছেন এবং শরিফুল রাজকে ভুল মানুষ হিসেবে উল্লেখ করে বলেছেন, আজ তাদের জীবনে সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই।
গত বছরের ১৭ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠান পরীমণি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে সন্তানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ‘ডিভোর্স অ্যানিভার্সারি’ উদযাপন করার কথা জানান দেন পরী।
তিনি লিখেছেন, “আজ যখন আমি নিজের দিকে তাকাই, আমি একজন সম্পূর্ণ সুখী মানুষকে দেখতে পাই। জীবনে কষ্ট থাকবে, কিন্তু তা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টকে আনন্দের সঙ্গে গ্রহণ করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট আর নিজেকে অনুভব করতে দেবো না। এখন আমি হাসি ও খেলা করে জীবন উদযাপন করছি।
আমার মানিকজোড়, একদিন আমরা সত্যিই আকাশ ছুঁতে পারব। এক বছর আগে জীবনের সেই ভুল মানুষকে আমি বিদায় জানিয়েছিলাম। তখন এক বুক হাহাকার ও হতাশা ছিল, আর বুকের মধ্যে ছিল ছোট্ট ছেলে।
কিন্তু আজ আমরা ধীরে ধীরে নিজেদের মতো করে ভালো থাকতে শিখেছি। এখন আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের জীবনে, না আমার এবং না আমার ছেলের। শুকরিয়া, আমরা ভালো আছি।”
হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি, পরীমণি!