ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের মোট ১২টি টিম গঠন করা হয়েছে,লোক দেখানো কাজ করে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয় মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আরমানিটোলা এলাকায় ‘ডেঙ্গু রোগ’ প্রতিরোধে সমন্বিত মশক নিয়ন্ত্রণ’ নামক একটি কার্যক্রম পরিদর্শনে করতে গিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
এ এফ হাসান আরিফ বলেন, “ডেঙ্গুর প্রকোপ যে হারে বাড়ছে তা খুবই উদ্বেগজনক। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের মোট ১২টি টিম গঠন করা হয়েছে।”
এছাড়াও, তিনি আরও বলেন, মন্ত্রী আসছে বলে দেখানোর কিছু নেই। নতুন ঝাড়ু নিয়ে দেখানোর কিছু নেই। কাজ করে যেতে হবে। গণমাধ্যমের ভূমিকাও লাগবে। লোক দেখানো কাজ করে ডেঙ্গু থেকে বাচা যাবে না।