বিডিএন৭১ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসছেন বাংলাদেশ সফরে। অন্তর্বর্তীকালীন সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রথম উচ্চপর্যায়ের এ অর্থনৈতিক সংলাপে রয়েছে বড় চুক্তির সম্ভাবনা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটের মাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে। আগামী ১০ থেকে ১৬ সেপ্টেম্বর পযন্ত ভারত ও বাংলাদেশ সফর করবেন তিনি
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মিডিয়া নোট অনুযায়ী:
“ডোনাল্ড লু তার সফরজুড়ে যুক্তরাষ্ট্রের অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিশ্রুতি পুনরায় জানাবেন।”
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড.ইউনুসের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড লু। মার্কিন ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য দফতরের একটি প্রতিনিধি দলের মাধ্যমে নিজের সফর পূর্ণ করবেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ সফরের পূর্বে ভারতের নয়াদিল্লিতে ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল আয়োজিত এক সামিটে যোগ দিবেন ডোনাল্ড লু। এরপরই বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
বিএন/আরএস