আন্তর্জাতিক ডেস্ক: ড্রোন উৎপাদন ক্ষমতা ১০ গুণ বৃদ্ধির নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, চলতি বছর রাশিয়া প্রায় ১৪ লাখ ড্রোন উৎপাদন করবে। ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য এসব ড্রোন কাজে দেবে বলে ধারণা করা হচ্ছে।
প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার একটি সামরিক-শিল্প কমিশনের বৈঠকে ওই নির্দেশনা দেন। তাস নিউজ এজেন্সি।।
ভ্লাদিমির পুতিন বলেন:
“২০২৩ সালে রুশ বাহিনী নানা মডেলের প্রায় দেড় লাখ ড্রোন পেয়েছে। এই বছর সেই অঙ্ক প্রায় ১০ গুণ বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কারণ রণক্ষেত্রে যারা ড্রোনের চাহিদা মেটাতে পারবে তারাই বিজয়ী হবে।”
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ পরিচালনা করছে রাশিয়া। দেশ দুটির মধ্যে থাকা হাজার কিলোমিটারের সীমান্তজুড়ে লোকবল ব্যবহারের বদলে উভয় দেশ আর্টিলারি ও ড্রোন দিয়ে আক্রমণ চালাচ্ছে। তাই দুটি দেশই ব্যাপকভাবে মনোযোগী হয়েছে নিজেদের ড্রোন উৎপাদন ক্ষমতা বর্ধিতকরণের দিকে।
আরএস