বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বিকেল ৪টা নাগাদ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ পুরোপুরি উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেন তিনি। ছাত্র-জনতার আন্দোলনকে নস্যাৎ করে দেয়ার জন্য এটি একটি চক্রান্ত।
আগামী নির্বাচন কবে হবে এই বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, এই সরকারকে নির্দিষ্ট কিছু সময় দিতে হবে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিএনপির পক্ষ হতে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
দেশে বর্তমানে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে তার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ দেশ থেকে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন তিনি।
নাসিফ/এমএ//