অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছে ফিলিপাইনের র্যামন ম্যাগসেসে পুরস্কার ফাউন্ডেশন।
সম্প্রতি ড. ইউনূসকে প্রেরিত ফাউন্ডেশনটির এক শুভেচ্ছাবার্তায় বলা হয়:
“আমরা র্যামন ম্যাগসেসে পুরস্কার ফাউন্ডেশনের পক্ষ থেকে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশি জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতা দূরীকরণে এই অন্তর্ভুক্তিমূলক, দুর্নীতিমুক্ত ও গণতন্ত্রমনা সরকার দেশটির জনগণের আকাঙ্ক্ষাকে সর্বাঙ্গীণভাবে ধারণ করবে বলে আমরা বিশ্বাস করি।”
পাশাপাশি, ড. ইউনূসের যোগ্য নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসের এই নব্য অধ্যায়টি অনিশ্চয়তা বা বৈষম্যের পরিবর্তে স্থিতিশীলতা দ্বারা সংজ্ঞায়িত হয়ে দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রাপ্তির বিষয়টিকে অক্ষুণ্ন রাখবে বলেও শুভেচ্ছাবার্তাটিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
প্রসঙ্গত, ক্ষুদ্রঋণ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ দরিদ্র নারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ড. ইউনূস ১৯৮৪ সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার অর্জন করেন।
বিমান দুর্ঘটনায় নিহত হওয়া ফিলিপাইনের সাবেক রাষ্ট্রপতি র্যামন ম্যাগসেসের নামে ১৯৫৮ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। ১৯৫৭ সালে এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ম্যাগসেসে।
আরএস//