ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে বিশ্ববিদ্যালয়টির প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ হতে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে ড. মামুন আহমেদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়। আগামী চার বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদের দ্বায়িত্ব পালন করবেন তিনি।
প্রজ্ঞাপনে অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর আর্টিকেল ১৩(১) অধ্যাপক ড. মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন তিনি।