Kiমধ্যরাতে ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতির খবর ছড়িয়ে পড়েছে। পুলিশের অনুপস্থিতির সুযোগে গত দুই রাত রাজধানীতে বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। ডাকাতির খবরে আতঙ্কগ্রস্থ ঢাকাবাসী। রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয়রা একত্রিত হয়ে নিজ নিজ এলাকা পাহারা দিচ্ছেন এবং প্রয়োজনে সেনাবাহিনীকেও খবর দেওয়া হচ্ছে।
বুধবার (৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাজধানীর মোহাম্মদপুর, বসিলা, নবাদোয় হাউজিং, কালশী, মানিকদি, ধানমন্ডি, ইসিবি চত্বর ও উত্তরা এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। এসময় এলাকার বাসিন্দাদের মসজিদে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানায়, ডাকাত দল এলাকায় প্রবেশ করে ডাকাতি করছিল। এমন সময় সেনাবাহিনীর দেওয়া জরুরি নম্বরে ফোন করলে তারা এসে পুরো এলাকায নিয়ন্ত্রণে নেয়। এরপর বেশ কয়েকজন ডাকাত চক্রের সদস্যকে আটক করে সেনাবাহিনী।
এরই মধ্যে ডাকাতির কিছু ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ডাকাত দলের সদস্যদের ধরে বেঁধে রেখেছেন এলাকাবাসী এবং কিছু ভিডিও তে সেনাবাহিনী কেও দেখা গিয়েছে।
ইসিবি চত্বরে দুজনকে ও মোহাম্মদেরের বসিলায় কয়েকজনকে গণপিটুনি দিয়ে বেঁধে রাখেন এলাকাবাসী।
বসিলার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, রাত সোয়া ১২টার দিকে লুটপাট করতে বিভিন্ন দিক থেকে এলাকায় ঢুকে ডাকাতরা। এসময় এলাকাবাসী লাঠি হাতে রাস্তায় নেমে আসেন। মসজিদ থেকে মাইকিং করে সতর্ক করা হয়।
এর আগে বুধবার (৭ আগস্ট) আইএসপিআর থেকে জনসাধারণের উদ্দ্যেশ্যে বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে যেকোনো সাহায্যের জন্য সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা আছে।
যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে তাদের দেয়া নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বলা