ঢাকা কলেজের পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পানিতে ডুবে মারা যাওয়া ওই শিক্ষার্থীর নাম সিয়াম।
সিয়ামের চাচা নুরুল ইসলাম বিডিএন ৭১-কে বলেন:
“দুপুরে কিছু সহপাঠীর সঙ্গে ঢাকা কলেজের পুকুরে গোসল করতে গিয়ে সিয়াম পানিতে তলিয়ে যায়। কিন্তু সে কিছুটা সাঁতার জানতো। সহপাঠীরা তাকে খুঁজে পেয়ে স্থানীয়দের জানালে দমকল বাহিনীকে খবর দেন। পরে তারা এসে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”
নিহত সিয়াম রাজধানীর আজিমপুরের ফয়জুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করতো। তার পিতা ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নজরুল ইসলাম।
আরএস