আবারো ঢাকায় পারফর্ম করবেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম বার্ষিকীতে গান গাইবেন এই খ্যাতিমান সংগীত শিল্পী ।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন,ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজারবাগ পুলিশ লাইনে গান গাইবেন জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। এরই মধ্যে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মূলত আগামী ১ ফেব্রুয়ারি ডিএমপি ৪৮ বছর পূর্ণ করে ৪৯ বছরে পদার্পণ করতে যাচ্ছে। ওইদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গান গাইবেন অনুপম।