ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
সোমবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীন নিয়াজ আহমেদ খানকে এ পদে নিয়োগ দেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর উপ-উপাচার্য ও ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপকের দায়িত্ব পালন করছেন। তিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে উচ্চ শিক্ষাগ্রহণ করে দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী উন্নয়ন ব্যবস্থাপনার ওপর গবেষণা করছেন।
- আর আহমেদ