ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য অধ্যাপক ড.নিয়াজ আহমেদের মত রাজনীতি মুক্ত, যোগ্য ও শিক্ষার্থীবান্ধব শিক্ষককে নিজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে চায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।
জানা যায়, গত সোমবার (২৬ আগষ্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় অধ্যাপক ড. নিয়াজ আহমেদকে। নিজ ক্যাম্পাসে রাজনীতিবিমুখ শিক্ষক হিসেবে পরিচিত তিনি। কোনো দলের রাজনৈতিক সভা সমাবেশে তাকে দেখা যায়নি। সবসময়ই একাডেমিক বিষয়ে প্রাধান্য পাওয়ায় তিনি রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে রয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ৩৫ পৃষ্ঠার জীবন বৃত্তান্ত ভাইরাল হয়। সেখানে দেখা যায় দেশে বিদেশের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চতর ডিগ্রি নিয়েছেন। যার মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ব বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তিনি প্রায় দুই শতাধিক গবেষণামূলক প্রবন্ধ ও বইয়ের রচয়িতা।
এ বিষয়ে আল-হাদিস এন্ড ইসলামি স্টাডিস বিভাগের শিক্ষার্থী ইকবাল হোসেন ইমন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে শিক্ষার্থীবান্ধব, মেধাবী এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার মুল উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করবেন এমন একজন কে ভিসি হিসেবে চাই।’
লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুজন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবেন শিক্ষার্থীবান্ধব। যিনি সেশন জট নিরসনে কাজ করবেন এবং সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও স্ট্রাকচারাল উন্নয়নে কাজ করতে সক্ষম হবেন।’
আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আব্দুল কাদির বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে চাই একজন ইসলামিক স্কলার। যিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য সামনে রেখে কাজ করতে বদ্ধ পরিকর হবেন।’
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমন্বয় এস এম সুইট বলেন, ‘উপাচার্য একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ ভোমরা। বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকান্ড তার মাধ্যমে সম্পাদন হয়। তাই বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে উপাচার্যের ভূমিকা অনস্বীকার্য। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্যর ভিত্তিতে দেশের অন্যতম প্রধান বিদ্যাপীঠ। উপাচার্য হিসেবে আমরা চাই তিনি হবেন দুর্নীতিমুক্ত, শিক্ষার্থীবান্ধব, যোগ্য ও মেধা সম্পন্ন। যার দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাবে আমাদের প্রাণের ক্যাম্পাস।’
তামিম/এমএ//