বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে থেকে তারা এ মিছিল বের করেন৷ মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়৷
সমাবেশে জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এনামুল হক বলেন, আমরা এই তফসিলকে গনবিরোধী আখ্যা দিয়েছি এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু নির্বাচন কমিশন অন্যান্য দল বা বিএনপির সাথে আলোচনা না করেই একপাক্ষিক তফসিল ঘোষণা করেছে। এটি আমরা প্রত্যাখান করে পুনরায় তফসিল ঘোষণার আহ্বান জানাচ্ছি।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদুল ইসলামসহ অর্ধশতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন৷
মীর কাদির
রাজশাহী বিশ্ববিদ্যালয়