অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তরুণ নির্মাতাদের আকাঙ্ক্ষা পূরণে বেশি বেশি চলচ্চিত্র নির্মাণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। দেশের দুর্বল হয়ে পড়া সিনেমা ইন্ডাস্ট্রিকে পুনরুদ্ধার করার জন্যও তিনি উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।
রোববার (১৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি জনসমক্ষে বক্তব্য রাখেন।
তিনি বলেন, “সেন্সর বোর্ডের পাশাপাশি অন্যান্য জুরি বোর্ড, যেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সরকারি অনুদান বোর্ড, দ্রুত সংস্কার করা উচিত। আমাদের চলচ্চিত্র শিল্পকে পুনরুজ্জীবিত করতে এবং তরুণ নির্মাতাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে, যা পূরণে বেশি করে চলচ্চিত্র নির্মাণ করতে হবে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “যেসব চলচ্চিত্র সেন্সরে আটকে আছে, সেগুলো পুনর্বিবেচনা করা উচিত এবং নীতিমালা ভঙ্গ না হলে দ্রুত ছাড়পত্র দেওয়া উচিত। সেন্সর বোর্ড নিয়ে যে আলোচনা চলছে, তা যৌক্তিকতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে কোনো ধরনের স্বজনপ্রীতি বা ব্যক্তিগত পরিচয় বিবেচনা করা হবে না। যদি আমরা গণতন্ত্র চাই, তাহলে গণমাধ্যমের বাক-স্বাধীনতা নিশ্চিত করতে হবে।”
তিনি বিটিভিসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর দ্রুত আধুনিকীকরণ ও গতিশীলতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
এমএ//