নির্বাচনে জয়ী হলে তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, “আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে ওই লন্ডনে বসে হুকুম দেবে আর আমার দেশের মানুষকে ক্ষতি করবে, দেশের মানুষকে মারবে, তা হবে না। দরকার হলে ওটাকে ওখান থেকে ধরে এনে শাস্তি দেওয়া হবে। ধরে এনে শাস্তি দেব…”
শনিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা সদরের সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
এসময় শেখ হাসিনা আরো বলেন, সাত জানুয়ারি নির্বাচন বানচাল করার জন্য বিদেশিরাও কাজ করছে। নির্বাচনের মাধ্যমে সকল ষড়যন্ত্রের সমুচিত জবাব দেওয়া হবে। ভোট দেয়ার মাধ্যমে বিশ্বকে সুষ্ঠু নির্বাচনে দেখিয়ে দেয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।