তালতলী(বরগুনা)প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলায় কারিতাস বাংলাদেশের উদ্যোগে জেলেদের মাঝে লাইফবয়া বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন আসনাফি- Action Head of Program CRS Bangladesh।
বৃহস্পতিবার ( ৩০ ডিসেম্বর) বিকালে তালতলী কারিতাস কার্যালয়ে লাইফবয়া তৈরির কৌশল ও কার্যকর ব্যবহার সম্পর্কে আলোচনা এবং লাইফবয়া বিতরণী কার্যক্রম পরিদর্শন করে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ নাছির উদ্দিন- প্রোগ্রাম ম্যানেজার CRS বাংলাদশ, মি. উজ্জ্বল এক্কা- কর্মসূচি কর্মকর্তা কেন্দ্রীয় কার্যালয় কারিতাস বাংলাদেশ, মোঃ জহিরুল ইসলাম- মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার মুক্তি -৩ প্রকল্প বাংলাদেশ।
উল্লেখ্য, পর্যায়ক্রমে উপজেলার বড়বগী ও সোনাকাটা ইউনিয়নের মোট ১ হাজার জেলের মাঝে লাইফবয়া বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও সল্পমূল্যে লাইফবয়া তৈরির লক্ষ্যে তৌহিদ প্লাষ্টিক স্টোরকে লাইফবয়া তৈরির জন্য একটি ডাইচ প্রদান করা হয়েছে।
ইমরান তাহীর
তালতলী(বরগুনা)প্রতিনিধি