বিপিএল সামনে রেখে মাঠে ফিরে অনুশীলন শুরু করেছিলেন তামিম ইকবাল। তবে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক সেই অনুশীলনে পেলেন চোট। প্রস্তুতির প্রথম দিনেই তাসকিন আহমেদের বলে চোট পেলেন দেশ সেরা এই ওপেনার। পরে নেট ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায় বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে।
ইনডোরের বাইরে তাসকিনের বল মোকাবিলা করতে গিয়ে ব্যথা পান বাম হাতের তর্জনী আঙুলে। সঙ্গে সঙ্গেই নেট ছেড়ে বেরিয়ে পড়তে দেখা যায় তামিমকে। এরপর ফিজিও বায়েজিদুল ইসলাম পর্যবেক্ষণ করেন তামিমের অবস্থা। নেট ছেড়ে ইনডোরে চলে যাওয়া তামিমের চোটের অবস্থা কতটা গুরুতর সেটি তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
নতুন বছরে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন না এই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে দূরে থাকা তামিমকে বিপিএলেই দেখার অপেক্ষায় আছেন তার ভক্তরা।