রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নির্বাচনের মাধ্যমে সভাপতি পদে জহিরুল ইসলাম ইয়ামিন এবং সাধারণ সম্পাদক পদে রাকিব আমির নির্বাচিত হয়েছেন।
সভাপতি জহিরুল ইসলাম ইয়ামিন তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক রাকিব আমির মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পুরাতন বিজ্ঞান ভবনে তিতুমীরস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম ইয়ামিন বলেন, বিগত দিনে ছাত্রকল্যাণ গঠিত হয়েছে নিজেদের বলয় সৃষ্টির জন্য। কোনো শিক্ষার্থীর মতামত নেওয়া হয়নি। এবারই প্রথম শিক্ষার্থীরা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করেছে। আমাদের ছাত্রকল্যাণ হবে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, যেখানে আমাদের জেলার সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানো হবে।
সাধারণ সম্পাদক রাকিব আমির বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করব এবং তিতুমীরস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের অধীনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করব। দুর্যোগের সময় আমরা একসঙ্গে কাজ করব। আমি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছি এবং কথা দিচ্ছি যে, গণতান্ত্রিকভাবে কাজ করব, ইনশাআল্লাহ।