ক্যাম্পাস প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জোয়ারে দেশজুড়ে শুরু হয়েছে এক নবরূপের যাত্রা। এরই অংশ হিসেবে সরকারি তিতুমীর কলেজের চিত্রপটও যেনো বদলে গেছে রং-তুলির ছোঁয়ায়।
গত বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে ২২টি বিভাগের সাধারণ শিক্ষার্থী ও আর্ট ক্লাবের সদস্যরা মিলে ক্যাম্পাসকে নতুন রূপে সাজিয়ে তুলছে, যা দেখে শিক্ষার্থী এবং অতিথিরা মুগ্ধ হচ্ছেন।
ক্যাম্পাসের দেয়ালে ফুটে উঠেছে নানা ধরনের আলোকচিত্র ও বিপ্লবী চিত্রকর্ম। সেইসঙ্গে শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে ক্যাম্পাসের প্রতিটি কোণ।
স্টিকার-পোস্টারে ঢেকে যাওয়া পুরনো দেয়ালগুলো ধুয়ে-মুছে পরিষ্কার করে সেখানে জায়গা করে নিচ্ছে রঙচটা দেয়ালের জায়গায় নতুন নতুন চিত্রকর্ম। ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশে চলছে সৌন্দর্য বর্ধনের এমন কর্মতৎপরতা।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আফিয়া অর্ণি বলেন, “আমরা আমাদের ক্যাম্পাসকে নতুনভাবে সাজাতে কিছু উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে বিভিন্ন বিভাগ থেকে অনেক চিত্রকর্ম সম্পন্ন হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের বিভাগ থেকেও প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা মিলে আর্ট করে যাচ্ছি। আমরা পহেলা জুলাই থেকে ৩১ জুলাই বা ৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলোকে চিত্রকর্মে ফুটিয়ে তোলার চেষ্টা করছি।”
তিতুমীর আর্ট ক্লাবের সহকারী কাজী দিন ইসলাম তামিম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্যাম্পাস সৌন্দর্যবর্ধনের এই প্রজেক্ট হাতে নিয়েছি। আমাদের ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আমাদের আর্ট নষ্ট করে ফেলা হয়েছিল, যা আমরা সংস্কার করছি এবং নতুন কাজ যুক্ত করছি। আমরা তিন দিন ধরে কাজ করছি এবং সামনের আরও এক সপ্তাহ কাজ চলবে। প্রতিদিন প্রায় ৩০ জন শিক্ষার্থী এ কাজে অংশ নিচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের ক্যাম্পাসকে স্বাধীন বাংলাদেশের নতুন রূপে গড়ে তুলতে।”
- শফিক/আরএ