ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজের কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ কমিটির নির্বাচন তারিখ ঘোষণা করা হয়েছে। তিতুমীরস্ত অন্যান্য জেলা ছাত্রকল্যাণ এর ন্যায় কমিটি গঠন না করে নির্বাচনের মাধ্যমে কমিটি করতে চায় সংগঠনটি।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কমিটি ঘোষণা করার কথা ছিল। কিন্তু সভাপতি ও সম্পাদক প্রার্থী একাধিক হওয়ায় আপাততঃ কমিটি ঘোষণা স্থগিত করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্টরা।
তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ প্রতিষ্ঠাতা, উপদেষ্টা মন্ডলী কাঞ্চন ও হিরা সভাপতি ও সম্পাদক পদপার্থী ও সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করে আগামী ২২ সেপ্টেম্বর ( রবিবার) নির্বাচনের মাধ্যমে কমিটি দেওয়া হবে ঘোষণা করেন।
তিতুমীরস্থ কিশোরগঞ্জ ছাত্র কল্যাণ প্রতিষ্ঠাতা উপদেষ্টা আব্দুল্লাহিল মাছুম (কাঞ্চন) বলেন, “আমাদের কমিটিটা একটা আঞ্চলিক একটা কমিটি। সেটা দল নিরপক্ষ ভাবে এবং গনতান্ত্রিক প্রক্রিয়া আমরা কমিটি গঠন করবো। যেটা বাংলাদেশ নতুন স্বাধীনতা হয়েছে গনতন্ত্র প্রক্রিয়া আমাদের দাবি দেওয়া পক্ষে ছিলাম, তারিই প্রেক্ষিতে সাধারণ ছাত্র-ছাত্রীরা যারে চাইবে তারে নির্বাচনে মাধ্যমে কমিটি গঠন করা হবে।”
ছাত্রকল্যাণ পরিষদের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টা মন্ডলী হাফিজুল্লাহ হিরা বলেন, “যারা কমিটির পদে আসতে চাই, তাদের অবশ্য ছাত্রত্ব থাকতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর আইডি কার্ড বা ভর্তির রশিদ দেখাতে হবে। আমাদের ছাত্র কল্যাণের বির্তক সৃষ্টি না হয়, সে সুযোগ দেওয়া যাবে না।
কিশোরগঞ্জ আয়োজক জায়েফ বলেন, “সবাইকে অসংখ্য ধন্যবাদ শত ব্যাস্ততার মধ্যে আজকে সময় বের করে দীর্ঘ সময় আমাদের সাথে কাঁটানোর জন্য। সত্যিই আপনাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান আরোও বেড়ে গেলো। আমরা কিশোরগঞ্জের শিক্ষার্থীরা কতটা সুশৃঙ্খল এবং একতাবদ্ধ তা আজকে প্রমাণ হয়ে গেলো। গত দুই সপ্তাহ ধরে আমি আর আব্দুল্লাহ আল মামুন বিভিন্ন ভাবে আজকের এই আয়োজন নিয়ে চেষ্টা করে আসছিলাম। অনেক সিনিয়র আমাদেরকে সহায়তা করেছেন। নাম উল্লেখ করলে সবারই নাম বলতে হবে। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।
আর আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা কাঞ্চন ও হিরা ভাইয়ের প্রতি। সেই সাথে আশা ব্যাক্ত করছি আগামী ২২ তারিখ রবিবার সবাই স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচনে অংশ নিবেন।”
ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলেন, “ আগামী ২২ তারিখ রবিবার আমাদের তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠণ করা হবে, সরাসরি নির্বাচনের মাধ্যমে! আমি রায়হান মিয়া ২০১৮-১৯ সেশন রানিং মাষ্টার্সে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তেছি!! আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী দাঁড়িয়েছি! আমি দৃঢ়ভাবে বিশ্বাস ও ভরসা করি, আমাদের সম্মানিত প্রধাণ উপদেষ্ঠা মহোদয়, নিট এন্ড ক্লিন ইমেজ ব্যাক্তিত্ব জনাব, আব্দুল্লাহিল মাছুম (কাঞ্চন) ভাই নিজে উপস্থিত থেকে অত্যান্ত স্বচ্ছতার সাথে আপামর ছাত্রছাত্রীর কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন! আমি আশাবাদী উক্ত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সাধারণ সম্পাদক হয়ে,, সকল শিক্ষার্থীদের সাথে এক যোগো কাজ করার সুযোগ তৈরি করতে পারবো, ইনশাল্লাহ।”
উল্লেখ্য, আগামী ২২ সেপ্টেম্বর বিকাল ৪ টায় উক্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন হবে ৫ টি পদ নিয়ে।
যথা : সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।