ক্রিকেট বিশ্লেষকদের মতে পাকিস্তানের সেরা ব্যাটারদের একজন বাবর আজম। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে স্লো স্ট্রাইকরেটের জন্য সমালোচিত হন সমর্থকদের কাছে। এবার ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে জায়গা হারালেন স্কোয়াড থেকেও। বাবর আজমের সঙ্গে জায়গা হারান উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
ধারণা করা হয়েছিলো রাখা হবে শাহীন আফ্রিদিকে তবে সেটাও হলো না। তিন অভিজ্ঞ ক্রিকেটার ছাড়াই টাইগারদের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান। নতুন অধিনায়ক হিসেবে থাকছেন সালমান আলি আগা।
দল ঘোষণার বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, চলমান পিএসএলের পারফরম্যান্সের ভিত্তিতে স্কোয়াডকে বেছে নেওয়া হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলার কথা ছিলো পাকিস্তানের। তবে ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে পিএসএল পিছিয়ে যাওয়া ও নিরাপত্তা সংকটে তৈরি হয় অনিশ্চয়তা। পরে সিরিজটি দুই বোর্ডের সমঝোতায় নামিয়ে আনা হয় তিন ম্যাচে।
সূচি এখনো ঘোষণা না হলেও বিভিন্ন সূত্রে জানা গেছে ২৭, ২৯ ও ৩১ মে ম্যাচগুলো হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলি আঘা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হোসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান খান, নাসিম শাহ, শহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।