ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ তদারক ও কর্মী ব্যবস্থাপনা অনুবিভাগের তিন শীর্ষ কূটনীতিককে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের প্রশাসনিক দল এই নির্দেশ প্রদান করেছে। পদত্যাগের নির্দেশপ্রাপ্তরা হলেন ডেরেক হোগান, মার্শা বার্নিকাট এবং অ্যালাইনা টেপলিটজ।
দীর্ঘদিন ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় প্রশাসনে দায়িত্ব পালন করা এই তিন কূটনীতিকের পদত্যাগের নির্দেশে উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। সাধারণত প্রেসিডেন্ট পরিবর্তনের সময় জ্যেষ্ঠ কূটনীতিকরা পদত্যাগ করেন না।
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ প্রশাসনিক স্তরে মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দেয় এবং আমলাতান্ত্রিক কাঠামোকে নতুনভাবে সাজানোর প্রচেষ্টার অংশ।
ট্রাম্পের দল এ প্রসঙ্গে বলেছে, “আমাদের এমন কর্মকর্তাদের প্রয়োজন যারা দেশের জন্য নিবেদিতভাবে কাজ করবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গি ভাগ করবে। আমেরিকার ব্যর্থতাগুলো কাটিয়ে ওঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ একটি শক্তিশালী টিম গঠনই আমাদের লক্ষ্য।”
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং ইসরায়েল-হামাস সংঘাতের মধ্যেই এই পরিবর্তনের খবর সামনে এসেছে। অনেকে এই পদক্ষেপকে ট্রাম্প প্রশাসনের বৈদেশিক নীতিতে সফলতার ইঙ্গিত হিসেবে দেখছেন, যদিও অনেকে একে ঝুঁকিপূর্ণ বলছেন।
ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদের আলোচিত বৈদেশিক নীতি উদ্যোগ ‘আব্রাহাম অ্যাকর্ডস’, যা মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। এরই মধ্যে এ ধরনের নতুন পরিবর্তন তার ভবিষ্যৎ পরিকল্পনায় কতটা কার্যকর হবে, তা নিয়ে আলোচনা চলছে।
আরইউএস