ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিলক ভার্মার ব্যাটিং ছিল দৃষ্টিনন্দন। চেন্নাইয়ের কঠিন উইকেটে ৫৫ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওয়ানডাউনে নামা এই ব্যাটার। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছক্কা। সতীর্থদের দ্রুত উইকেট হারানোর মাঝেও তিনি ছিলেন নির্ভরতার প্রতীক।
এই ইনিংসের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা তিন ম্যাচেও আউট হননি তিলক। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই ম্যাচে করেন সেঞ্চুরি—১০৭ ও ১২০। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও ১৯ রানে অপরাজিত ছিলেন।
চার ইনিংসে আউট না হয়ে তিলক করেছেন ৩১৮ রান, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড। এর আগে নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে টানা চার ইনিংসে অপরাজিত থেকে করেছিলেন ২৫৬ রান।
২০২৩ সালের আগস্টে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত ২২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিলক ভার্মা। তার মোট রান ৭০৭, স্ট্রাইকরেট ১৫৬.০৭ এবং গড় ৫৮.৯২।