তীব্র দাবদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে বিশুদ্ধ পানি,খাবার স্যালাইন বিস্কুট ও শরবত সরবরাহ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মহিলা ক্লাবের সদস্যরা।
শনিবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের পাশে এ কর্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক জাকিয়া জিয়াদ বলেন, আমরা গতকালকেই এ কর্মসূচির
পরিকল্পনা করেছিলাম। এই তীব্র গরমের মধ্যেও যেন একটু স্বস্তি মিটে সেকারণে প্রশান্তি হিসেবে আমরা শ্রমজীবী ও মেহনতী মানুষের মাঝে বিশুদ্ধ পানি,খাবার স্যালাইন, বিস্কুট ও শরবত বিতরণ করেছি। আমরা শুধু পানি বিতরণ করি না, পাশাপাশি আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি যেমন শীতবস্ত্র বিতরণসহ নানান কিছু।
তাদের অর্থনৈতিক উৎস সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, আমরা নিজেদের থেকে নিদিষ্ট চাঁদা নিয়ে কাজ করে থাকি। আবার এমন হয় যে কেউ হয়তো পানি দিয়ে, বিস্কুট দিয়ে বা শরবত দিয়ে আমাদের পাশে দাঁড়ায়।এর পাশাপাশি আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে অনুদান তুলে এ কর্যক্রম পরিচালনা করে থাকি।
ক্লাবটির কোষাদক্ষ মন্নোজান আড়া বলেন, তীব্র তাপপ্রবাহে যখন জনজীবন অতিষ্ঠ তখন সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি।বিশুদ্ধ পানি,খাবার স্যালাইন, শরবত ও বিস্কুট নিয়ে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। যেহেতু আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে, তাপপ্রবাহ আরো কিছুদিন স্থায়ী থাকবে সেজন্য আজকের ন্যায় আগামী সপ্তাহগুলোতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের পরিসর খুবই ক্ষুদ্র যদি সমাজের বিত্তবান মানুষেরা আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে আমরা আমাদের কর্মসূচি বৃহৎ আকারে পালন করতে পারবো।
মহিলা ক্লাবের আরেক সদস্য নীলিমা আফরোজ বলেন, বর্তমান সারা বিশ্বের একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে। এখানে তৃষ্ণার্ত মানুষদেরকে আমরা কিছু সাহায্য করতে পারছি। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়।
এসময় রাবির মহিলা ক্লাবের সভাপতি ও সাধারণত সম্পাদক সহ প্রায় ২০ জনের মতো সদস্য উপস্থিত ছিলেন।
দীন ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়