ক্যাম্পাস প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ক্যান্টিনের নতুন নামকরণ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় কলেজের ‘তোলপাড়, ক্যান্টিনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বাঁশের কেল্লা’।
বৃহস্পতিবার (৮ আগস্ট) শিক্ষার্থীদের একাংশ উপস্থিত হয়ে ক্যান্টিনের নাম “তোলপাড়” পরিবর্তন করে নতুন নাম “বাঁশের কেল্লা” দেয়।
শহীদ মীর নিসার আলী তিতুমীর সেনাবাহিনীর আত্মরক্ষার প্রয়োজনে একটি দুর্গ নির্মাণের প্রয়োজন অনুভব করেন। তবে সময় ও অর্থের অভাবে কলকাতার নিকটবর্তী নারিকেলবাড়িয়ায় একটি বাঁশের দুর্গ নির্মাণ করেন, যা ইতিহাসে “নারিকেলবাড়িয়া বাঁশের কেল্লা” নামে পরিচিত। সেখান থেকেই এই বাঁশের কেল্লা নামটি শিক্ষার্থীরা দিয়েছে।
শিক্ষার্থীরা জানান, একতরফা রাজনৈতিক কারণে আগে কলেজে কিছু করা যেত না। এখন সে বাধা দূর হয়েছে এবং শিক্ষার্থীরা মিলে যৌক্তিকভাবে নামকরণ করতে পারছে। আশা করি, খুব শীঘ্রই ক্যান্টিনটি পুনরায় চালু হবে।
কলেজ ক্যান্টিনের নাম পরিবর্তন সম্পর্কে জানতে চাইলে কলেজের প্রশাসনিক এক কর্মকর্তা বলেন, গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থী এসে নাম পরিবর্তনের দাবি জানায়। বর্তমান পরিস্থিতিতে কলেজ প্রশাসনের কিছু করার নেই। আজকে শিক্ষার্থীরা এককভাবে নাম পরিবর্তন করেছে, এতে কলেজ প্রশাসনের কেউ জড়িত ছিল না।
শফিক/আরএ